চট্টগ্রামের বাকলিয়ায় ডাবল মার্ডার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া ও মামলার প্রধান আসামি মো. মেহেদী হাসানকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) দিনগত রাতে নোয়াখালী জেলার হাতিয়া থানার নলেরচর ভূমিহীন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
শনিবার (৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গ্রেফতার মেহেদী হাসান নগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিয়ার ভূমিহীন বাজার থেকে হাসানকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদ নগরের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Advertisement
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়ার ভূমিহীন বাজার থেকে বাকলিয়ার এক্সেস রোডে গত রমজানে সংঘটিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের এবং পিস্তলের গায়ে মেইন ইন ইউএসএ লেখা। অস্ত্র আইনে নতুন একটি মামলা হয়েছে।
ওসি বলেন, গ্রেফতার মেহেদী হাসানের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম
Advertisement