বিনোদন

আবার জমবে ‘ঢাকা রক ফেস্ট’

আবার জমবে ‘ঢাকা রক ফেস্ট’

সর্বশেষ ঢাকা রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে সেটি অনুষ্ঠিত হয়। দুদিনের সেই আয়োজনে অংশ নিয়েছিল বাংলাদেশের ৩২টি ব্যান্ড।

Advertisement

যার মধ্যে ছিল ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস, অ্যাভয়েড রাফা ও ক্রিপটিক ফেইটের মতো জনপ্রিয় ব্যান্ড। উপচে পড়েছিল দর্শক সমাগম।

এরপর কেটে গেছে দুই বছর, অনুষ্ঠিত হয়নি ঢাকা রক ফেস্ট। সেই বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের অন্যতম বড় আয়োজন রক মিউজিকের আসরটি।

বিষয়টি নিশ্চিত করে আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান জানান, ঢাকা রক ফেস্টের পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। শিগগির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ডদলগুলোই অংশ নেবে।

Advertisement

এবারও দর্শকদের জন্য থাকছে সুর-তালের উৎসব আর বাদ্যের মুগ্ধকর পরিবেশনা। এবারও তালিকায় থাকবে সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো।

এলআইএ/জিকেএস