কুমিল্লার শাসনগাছায় ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
এর আগে রোববার রাত দেড়টায় দিকে হঠাৎ শাসনগাছা এলাকায় নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলেন, কুমিল্লা নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা, আদর্শ উপজেলার কালির বাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেন, মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ, নগরীর মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান, ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূঁইয়া, বরুডা উপজেলার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা। ওসি মাহিনুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু লোক রাত দেড়টার দিকে নগরীর শাসনগাছায় ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যাওয়ার সময় চারজন এবং নগরীর বিভিন্ন অভিযান চালিয়ে আরও চারজনসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এদের অধিকাংশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে বলে তিনি জানান।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম
Advertisement