জাতীয়

পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

পুরানা পল্টনে সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ার নামে একটি ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

Advertisement

শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম জানান, রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগে। রাত ৮টা ২৫ মিনিটের দিকে সংবাদ পাই। এরপর ৮টা ৩২ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

Advertisement

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

কেআর/জেএইচ/জেআইএম