দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন, সংস্কারপূর্বক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান বৈষম্য দূরীকরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ ঘটেছে।
Advertisement
শনিবার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী শেখ মো. শাহ্ মঈন উদ্দিন। যুগ্ম সমন্বয়ক হয়েছেন প্রকৌশলী মো. শেখ জামাল আবির এবং প্রকৌশলী মো. সালাউদ্দিন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে ৩৩ জনকে সদস্য পদ দেওয়া হয়েছে।
Advertisement
সংবাদ সম্মেলনে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, সারাদেশের সব কারিগরি প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে আজ আমাদের এই উইংয়ের আত্মপ্রকাশ ঘটছে। সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এ উইং কাজ করবে। যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছেন, যারা ভোকেশনাল ও কারিগরি ট্রেনিংগুলো নিয়ে থাকে, তাদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই উইংয়ের যাত্রা শুরু করেছি। আমরা ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। আগামী এক মাসের মধ্যে তারা এই আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ করবে। তাদের আলাদা সংবিধান থাকবে, তারা স্বাধীনভাবে পরিচালিত হবে এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবে।
এনএস/এমএইচআর/জেআইএম