আইন-আদালত

এনএসআইয়ের সাবেক মহাপরিচালক জোবায়েরের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এনএসআইয়ের সাবেক মহাপরিচালক জোবায়েরের ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ট্রাস্ট ব্যাংকে থাকা এসব হিসাবে ২৬ লাখ পাঁচ হাজার ৮০১ টাকা রয়েছে।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। এদিন দুদকের পক্ষে কমিশনের উপ-পরিচালক মনজুর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্ত জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুস গ্রহণ করে বিভিন্ন পদে চাকরি দেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ রয়েছে। তার নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি কেনাসহ বিদেশে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে।

Advertisement

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, এসব ব্যাংক হিসাবের মাধ্যমে টি এম জোবায়ের এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদ অবৈধভাবে অর্জিত অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করতে পারেন। এ অবস্থায় টিএম জোবায়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

গত বছরের ৬ অক্টোবর টিএম জোবায়ের এবং তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

এমআইএন/এমকেআর/এএসএম

Advertisement