আন্তর্জাতিক

ভারতে হিন্দুত্ববাদীদের সশস্ত্র হামলায় পণ্ড খ্রিস্টানদের ইস্টারের অনুষ্ঠান

ভারতে হিন্দুত্ববাদীদের সশস্ত্র হামলায় পণ্ড খ্রিস্টানদের ইস্টারের অনুষ্ঠান

ভারতের আহমেদাবাদে ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা। রোববার (২০ এপ্রিল) সকালে একটি বেসরকারি হলে এই হামলা চালানো হয়। হিন্দুত্ববাদীদের দাবি, সেখানে ধর্মান্তরণের কাজ চলছিল।

Advertisement

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি রড ও লাঠি হাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে কতজন হিন্দু তা জানতে চান এবং ধর্মান্তরের অভিযোগ তোলেন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছে।

Church attacked in Odhav, Ahmedabad on Easter Sunday. Bajrang Dal & VHP members stormed a peaceful worship with knives & sticks, threatening women & children.Who gave them the right to terrorize citizens for their faith?@dgpgujarat @PoliceAhmedabad @MOMAIndia @NCM_GoI pic.twitter.com/KnUipYuWpU

Advertisement

— Indian (@BrethrenIndia) April 20, 2025

ওধব থানার পরিদর্শক পি এন জিনজুভাদিয়া জানান, ওধব এলাকায় সকালবেলা প্রায় ১০০ জন খ্রিস্টান ধর্মানুসারী অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে। বজরং দল ও ভিএইচপি কর্মীরা হলের ভেতরে ঢুকে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।

পরিদর্শক জানান, স্থানীয় বজরং দল সদস্য দর্শন জোশী ধর্মান্তর সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনাস্থলে কোনো ধর্মান্তরের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

অন্যদিকে, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এমানুয়েল আময়দাস নামে একজন ১০ থেকে ১৫ জন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা হলের ভেতরে জোরপূর্বক প্রবেশ করেছিল।

পুলিশ জানিয়েছে, তারা উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।

Advertisement

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকেএএ/