টেন্ডারবাজি, বদলি, নিয়োগ ও পদায়ন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মগবাজার অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
রোববার (৪ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক আশিকুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করছেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নানাবিধ অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ নিয়োগ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। প্রাথমিক পর্যালোচনায় বর্ণিত ভবন নির্মাণের চুক্তিতে অনিয়ম হয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এসএম/এসএনআর/এএসএম
Advertisement