সীমান্তের একটি বাফার জোন অতিক্রম করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলের বেসামরিক নাগরিক। তবে ঘটনা জানার পর ইসরায়েলি সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
Advertisement
আইডিএফ জানিয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। তারা গাজার সীমানা অতিক্রম না করলেও সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আইডেএফ বলছে, এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি নাগরিকদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ হলেও ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক ইসরায়েলিই গাজায় প্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে হামাসের হাতে জিম্মি অনেকের আত্মীয়-স্বজন রয়েছেন। সেই সঙ্গে অবৈধ বসতি স্থাপনকারীরাও বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে গাজায় ঢোকার চেষ্টা করেছেন।
Advertisement
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসএএইচ