দেশজুড়ে

ট্রেনের দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ

ট্রেনের দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ

নোয়াখালীতে রেলের মান বৃদ্ধি ও নতুন বরাদ্দকৃত ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে দেড় ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

Advertisement

রোববার (৪ মে) সকাল ৬টা থেকে মাইজদী কোর্ট স্টেশনে ওই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা শহরের মাইজদী কোর্ট রেলস্টেশনে জড়ো হতে থাকেন। এসময় কয়েকশ মানুষ রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

এর আগে শনিবার (৩ মে) সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত একটি সভায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম। ওই সভায় জেলার সর্বস্তরের জনগণকে রেলপথ অবরোধের কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

Advertisement

সকাল সাড়ে ছয়টায় সরেজমিনে দেখা যায়, স্টেশনের দক্ষিণ পাশের লাইনে সোনাপুর থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে আছে। রেলপথে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ব্যক্তিরা। তারা নোয়াখালী-ঢাকা রুটে সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালু, উপকূল ট্রেনে সেবার মান বৃদ্ধি, যাত্রী হয়রানি বন্ধ, হাতিয়ার চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন।

পরে পুলিশ ও রেল কর্মকর্তারা আন্দোলনকারীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে দাবি পূরণে রেল কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে যান। তবে তারা দাবি পূরণে ১০ দিনের আলটিমেটাম দেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধের হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, আশির দশকে নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়। শুরুর দিকে ট্রেনটির সেবার মান ভালো থাকলেও দিন দিন সেবার মান তলানিতে পৌঁছেছে। ট্রেনটির নাম আন্তঃনগর দেওয়া হলেও ঢাকা-নোয়াখালী রুটে চলতে গিয়ে ট্রেনটি অন্তত ২০টি স্টেশনে থামে। এতে সকাল ছয়টায় নোয়াখালী থেকে রওনা দিয়ে ঢাকা পৌঁছাতে বিকেল তিনটা পর্যন্ত লেগে যায়।

আরিফুল ইসলাম আরও বলেন, যাত্রীদের ভোগান্তির পাশাপাশি সেবা বাড়ানোর কথা বিবেচনা করে ২০২৩ সালে এই রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে ওই ট্রেন আর নোয়াখালীতে আসেনি। এই ট্রেন অবিলম্বে নোয়াখালী রুটে চালু করতে হবে।

Advertisement

মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার মো. কামরুজ্জামান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের কারণে ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেন প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আটকে ছিল। অবরোধ ও জনগণের দাবির বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অবরোধকারী ব্যক্তিরা দেড় ঘণ্টার মতো রেলপথে ছিলেন। এসময় উপকূল ট্রেনটি আটকা পড়ে। তবে অবরোধ প্রত্যাহারের পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম