পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার করমর্দনের ছবি ঘিরে সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘আজ তাক বাংলা’য় প্রচারিত প্রতিবেদনকে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয় বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
Advertisement
রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতীয় টেলিভিশন চ্যানেল আজ তাক বাংলায় প্রচারিত একটি প্রতিবেদনে পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রধান উপদেষ্টার পদক প্রদানের ছবিকে ‘গোপন ছবি’ বলে প্রচার করা হয়েছে।
আরও পড়ুন
Advertisement
সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে পুলিশের ইউনিফর্মকে পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে দাবি করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন সেই প্রশ্ন তোলা হয়।
মূলত গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে পদক প্রদান করা হয়।
তাদের মধ্যে এই ছবিতে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও মো. ছিবগাত উল্লাহ এবং উপ-মহাপুলিশ পরিদর্শক কাজী মো. ফজলুল করিম। তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন।
আরও পড়ুন
Advertisement
ফয়েজ আহম্মদ বলেন, এটি কোনো গোপন ছবি নয়। এ ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছিল।
তিনি বলেন, আজ তাক বাংলার এ প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়েও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এগুলো সবই বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।
এমইউ/এমকেআর/জেআইএম