বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বাংলাদেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে মমতার খোলা চিঠিএমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনার কারণে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এক যোগে আক্রমণও করেছেন তিনি। এর পাশাপাশি খোলা চিঠিতে শান্তির আবেদন জানান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনায় হিংসার পেছনে যারা রয়েছে, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে বলে খোলা চিঠিতে উল্লেখ করেন মমতা।
ভারতে ওয়াক্ফ আইনের বিরুদ্ধে মুসলিমদের বিশাল সমাবেশভারতে ওয়াক্ফ (সংশোধনী) আইনের প্রতিবাদে শনিবার (১৯ এপ্রিল) রাতে হায়দরাবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং আসাদউদ্দিন ওওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম)-এর ডাকে এই সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ।
Advertisement
ডক্টরস উইদাউট বর্ডার্সের জরুরি সমন্বয়কারী আমান্দে বাজেরল বলেন, সাহায্যকর্মীরা অত্যন্ত সীমিত রসদের মধ্যে সহায়তা দিতে গিয়ে নিরুপায়ভাবে নারী ও শিশুদের দুর্ভোগ ও মৃত্যুর দৃশ্য দেখতে বাধ্য হচ্ছেন। এটি শুধু মানবিক ব্যর্থতা নয়, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা একটি জনগোষ্ঠীর বেঁচে থাকার অধিকারকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হচ্ছে।
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি কি তবে হতে চলেছে?একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আটকানোর চেষ্টা করা হয়েছে। এরপরও যখন ইরানের সামরিক কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র অর্জনের ঘোষণা দিয়েছেন, তখন পশ্চিমা মোড়ল যুক্তরাষ্ট্র একটি চুক্তি করতে আহ্বান জানিয়েছে, নাহলে আক্রমণ চালানো হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে। এরই ধারাবাহিকতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান।
যুদ্ধবিরতি লঙ্ঘন: একে অপরকে দুষছে রাশিয়া-ইউক্রেনইস্টার সানডে উপলক্ষে একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ জন্য দেশ দুইটি একে অপরকে দুষছে। তিন সামরিক বাহিনীর সদস্যদের ফ্রন্টলাইন বরাবর একদিনের জন্য যুদ্ধবিরতির আদেশ দেন। গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।
যুক্তরাষ্ট্র থেকে বেড়েছে চীনের সয়াবিন আমদানিযুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি বেড়েছে চীনের। চলতি বছরের মার্চে আগের বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশ বেড়েছে। যদিও সেই সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ব্যবস্থা ছিল। কিন্তু ট্রাম্পের নতুন শুল্কযুদ্ধ বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া সামনের মাসগুলোতে এক্ষেত্রে বাজারে প্রভাব থাকবে ব্রাজিলের। কারণ দেশটিতে মৌসুম শুরু হয়েছে।
Advertisement
সৌদি আরবে অভিযান চালিয়ে ২০ হাজার ৬৬৮ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের মধ্যে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানের সময় তাদেরকে ধরা হয়। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য এই অভিযান চালানো হয়েছে।
ভারতে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিহত এক পরিবারের ৮ জনদিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় মুস্তাফাবাদের দয়ালপুর এলাকায় একটি চারতলা আবাসিক ভবন ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। শনিবার ভোররাতে ভবন ধসে পড়ার ঘটনায় আরও ১১ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন।
‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদেরনতুন একটি রঙ আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণাদল। রঙটির নাম দেওয়া হয়েছে, ‘ওলো’। গবেষকদের দাবি, এটি এমন একটি রঙ, যা আগে কোনো মানুষ কখনো দেখেনি। তাছাড়া উজ্জ্বল নীল-সবুজ ধরনের রঙ, যা সাধারণ চোখে দেখা সম্ভবও নয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গবেষকদের সমন্বয়ে এই গবেষণা চালানো হয়।
মার্কিন ডলারের ওপর আস্থা হারাচ্ছে বিশ্ব?মার্কিন ডলারকে দীর্ঘদিন ধরে নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাম্প্রতিক প্রবণতায় ভিন্ন সুর শোনা যাচ্ছে- ডলার এখন উল্টো আতঙ্কের উৎস হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত মার্কিন ডলার বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে নয় শতাংশের বেশি দর হারিয়েছে।
এসএএইচ/জিকেএস