ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চারতলার টয়লেট থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৪৫)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার ওয়াসী পাইকপাড়া গ্রামের আব্দুর রহমান বেপারীর ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মাদক সেবন করাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জামাদি পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মাহফুজুর রহমান নিপু/এসআর/জিকেএস
Advertisement