দেশজুড়ে

দিনাজপুরে চিকিৎসক পরিচয়ে প্রতারণা, ওষুধ বিক্রেতার কারাদণ্ড

দিনাজপুরে চিকিৎসক পরিচয়ে প্রতারণা, ওষুধ বিক্রেতার কারাদণ্ড

দিনাজপুরের বোচাগঞ্জে অর্থোপেডিক চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখায় মো. মোশারফ হোসেন নামে একজনকে দুই মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

রোববার (২০ এপ্রিল) সকালে হাটরামপুর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা।

মো. মোশারফ হোসেন উপজেলার হাটরামপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তিনি একজন ওষুধ বিক্রেতা।

আদালত সূত্র জানায়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখতেন। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, অভিযুক্ত মোশারফ হোসেন কোনমতে রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিকেল আইন লঙ্ঘন করে এ কাজগুলো করে আসছিলেন।

Advertisement

এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা বলেন, মো.মোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকার পরও দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা করে আসছিলেন। তাকে দুই মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস