জাতীয়

চট্টগ্রামে ৩টি বিদেশি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ৩টি বিদেশি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে দুটি ব্রাজিলের পিস্তল, একটি ইংল্যান্ডের অস্ত্র এবং ৩০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত সোয়া ৯টায় নগরীর বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডের একটি বাড়ির সামনে থেকে এসব অস্ত্র উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

Advertisement

এসব অস্ত্র ও গুলি গত বছরের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ৬ মে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডের উত্তর পাশের একটি বাড়ির সামনে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি দুটি তরাস নাইন এমএম সচল পিস্তল, একটি ইংল্যান্ডের ওয়েবলির তৈরি অস্ত্র এবং ৩০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার দুটি পিস্তল ও গুলি ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত এবং রিভালবারটি সিএমপির কোনো থানার মালখানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান তিনি।

Advertisement

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম