দেশজুড়ে

সিলেটে আইনজীবী হত্যা: ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটে আইনজীবী হত্যা: ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটে আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী হত্যায় তার ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট ডিভিশনাল স্পেশাল জজের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় দেন।

নিহত শামসুল ইসলাম চৌধুরী সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের ছোট ছেলে মো. মাসুদ আহমদ চৌধুরী, সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. জাহের আলী ও ছাতকের মো. আনসার আহমেদ।

Advertisement

এছাড়া হত্যা মামলায় বোরহান উদ্দিন নামে আরেক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ইসমাইল হোসেনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

সিলেট বিভাগীয় স্পেশাল জজ কোর্টের সরকারি কৌঁসুলি আনছারুজ্জামান জানান, আইনজীবী হত্যা মামলায় ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি একজনকে তিন বছরের কারাদণ্ড এবং একজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়।

তিনি আরও বলেন, মামলার ৩০ সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মাসুদ আহমদ চৌধুরী ও জাহের আলী পলাতক। অন্য আসামিরা জামিনের পর থেকে পলাতক।

আদালত সংশ্লিষ্ট সূত্র ও মামলার নথি ঘেঁটে জানা গেছে, ২০১১ সালে ১৭ জুলাই থেকে আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী নিখোঁজ রয়েছেন এমনটি জানিয়ে ১৮ জুলাই সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরী। শামসুল ইসলাম চৌধুরী সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার বাসিন্দা। বাবার নিখোঁজের সাধারণ ডায়েরি করার চারদিন পর ২২ জুলাই থেকে তিনি নিজে নিখোঁজ হন।

Advertisement

পরবর্তীতে শামসুল ইসলাম চৌধুরীর বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী ৪ আগস্ট ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তের পর ২০১৩ সালের ১৫ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে বিচার কাজ শুরু হয়। আদালতে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় হয়।

আহমেদ জামিল/জেডএইচ/এমএস