যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের তরুণ ও যুব সমাজকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। আগামী জুন-জুলাই থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে।
Advertisement
মঙ্গলবার (৬ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানন।
আরও পড়ুন নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদতিনি বলেন, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তরুণরা যাতে নিজেদের তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনে প্রশিক্ষণগুলো ডিজাইন করা হবে।
তিনি আরও বলেন, সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি প্রতিষ্ঠানে আসে না। অধিকাংশ ক্ষেত্রে দৈনিক ভাতা সংগ্রহের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকে। আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করবো, তখন সবাই সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসবে। তখন ডেইলি অ্যালাউন্সের নয়, টাকা দিয়েও সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষ নিতে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Advertisement
এমইউ/বিএ/এএসএম