জাতীয়

নারীবিষয়ক কমিশনের প্রতিবেদন নারী মুক্তি আন্দোলন যোদ্ধাদের উৎসর্গ

নারীবিষয়ক কমিশনের প্রতিবেদন নারী মুক্তি আন্দোলন যোদ্ধাদের উৎসর্গ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনটি নারী মুক্তি আন্দোলনের যোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্ব কমিশনের সদস্যরা।

Advertisement

বিশেষ করে যারা বেঁচে নেই, কিন্তু জীবদ্দশায় নারী মুক্তি আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- জওশন আরা রহমান, ব্যারিস্টার সালমা সোবহান, অধ্যাপক নাজমা চৌধুরী, সালমা খান, অ্যাডভোকেট সিগমা হুদা, আয়েশা খানম ও নাসরীন হক।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নারী মুক্তি আন্দোলনের সব যোদ্ধাদের এ প্রতিবেদন উৎসর্গ করেছেন কমিশনের প্রধান শিরীন পারভীন হক।

ব্রিফিং এর শুরুতেই তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহত ও অংশগ্রহণকারী নারী ও পুরুষের কথা স্মরণ করে সংস্কার কার্যক্রম শুরু করি। বৈষম্যবিরোধী আন্দোলন না হলে সংস্কার কমিশনের ঐতিহাসিক এ কাজের সুযোগ হতো না।

Advertisement

আরও পড়ুননারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদপ্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো নারীবিষয়ক সংস্কার কমিশনজাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ

শিরীন পারভীন হক বলেন, কমিশন মোট ৪৩ টি নিয়মিত বৈঠকে মিলিত হয়। এছাড়া নারী অধিকার, উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন, পাহাড় ও সমতলের আদিবাসী এবং পিছিয়েপড়া জনগোষ্ঠীর সঙ্গে ৩৯টি পরামর্শ সভা করে কমিশন। অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে ৯টি সভা করে। পরামর্শ সভাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খুলনা, শ্রীমঙ্গল, রংপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কমিশনের সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

এমইউ/এমএএইচ/জেআইএম

Advertisement