খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘এভাবে পুশ-ইন করা কোনো সঠিক পদ্ধতি নয়। আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
Advertisement
বুধবার (৭ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারত। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি হতে হবে।’
আরও পড়ুন
Advertisement
তিনি বলেন, ‘আমরা প্রতিটি ঘটনা যাচাই করছি। আমাদের সিদ্ধান্ত হলো—যদি প্রমাণ থাকে যে তারা বাংলাদেশি নাগরিক, তাহলেই কেবল আমরা তাদের গ্রহণ করতে পারবো।
শুরুতে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারত-পাকিস্তান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিও পড়ে শোনান।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার সকালে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে জানা গেছে। এসব নাগরিককে বাংলাদেশি মুসলিম হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ইউএনবি
Advertisement
ইএ