খেলাধুলা

হাঙ্গেরিতে স্বাগতিক গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের তাহসিন

হাঙ্গেরিতে স্বাগতিক গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের তাহসিন

হাঙ্গেরির বুদাপেস্টে চলতি ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে বাংলাদেশের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার বারকেজ ডেভিডকে পরাজিত করেছেন।

Advertisement

শনিবার অনুষ্ঠিত অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাদা ঘুঁটি নিয়ে খেলে গ্র্যান্ডমাস্টার বারকেজ ডেভিডকে পরাজিত করেন। তাহসিন তাজয়ার জিয়া ৮ খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির ৩ জন গ্র্যান্ডমাস্টার, ১ জন আন্তর্জাতিকমাস্টার ও ১ জন ফিদেমাস্টারসহ ৬ জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

আরআই/এমএমআর/জেআইএম

Advertisement