জাতীয়

নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩ সুপারিশ

নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩ সুপারিশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রতিবেদন ও সুপারিশ জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এতে বিভিন্ন প্রস্তাবনাসহ ৪৩৩টি সুপারিশ করা হয়েছে।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে ধরেন নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হক।

পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিরিন পারভিন হক বলেন, ৪৩৩টি সুপারিশের মধ্যে ২০০টি বাস্তবায়ন হলেও নারী অনেক এগিয়ে যাবে।

তিনি বলেন, এ সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের অনেক কিছু করার আছে। নানান কারণে রাজনৈতিক দলের বিভিন্ন স্বার্থের কারণে সেগুলো করা সম্ভব হয় না। এ সরকারের কোনো স্বার্থ নেই। সেজন্য এ সরকার অনেকগুলো কাজ করতে পারবে বলে আমাদের বিশ্বাস রয়েছে।

Advertisement

আরও পড়ুনজাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিতনারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

সুপারিশগুলোকে তিন ভাগে করা হয়েছে জানিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান বলেন, প্রথমত, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে অর্জন কিংবা শুরু করা সম্ভব। দ্বিতীয়ত, এরপর যে সরকার আসবে সেই সময়ের মধ্যে কী করা যায় সেটাকে আলাদাভাবে ভাগ করা হয়েছে।

তৃতীয় ভাগে নারী আন্দোলনের যে চিরায়িত আকাঙ্ক্ষা- নারীর প্রকৃত স্বাধীনতা পেতে হলে কী করতে চাই, আমাদের আকাঙ্ক্ষা কী, স্বপ্ন কী- তা তুলে ধরা হয়েছে।

শিরিন পারভিন হক বলেন, আমরা জানি সেগুলো (সুপারিশ) নিয়ে বিতর্ক সৃষ্টি হবে, আমরা সেই বিতর্ককে স্বাগত জানাই। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার এটা প্রকৃত সময়। আমরা চাই এগুলো নিয়ে আলোচনা হোক।

এমইউ/কেএসআর/জেআইএম

Advertisement