আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ এপ্রিল ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজায় ৬৪ ফিলিস্তিনি নিহতগাজাজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধ বন্ধে ‘পূর্ণাঙ্গ চুক্তির’ আলোচনা চায় হামাসগাজাযুদ্ধ বন্ধ ও জিম্মি বিনিময়ের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখান করে গাজায় হামাসের প্রধান খলিল আল-হায়া এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কাযুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। এসব শিক্ষার্থী মূলত ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার জন্যই টার্গেট হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Advertisement

ট্রাম্পের শুল্কে কঠিন পরীক্ষার মুখে চীনের প্রতিবেশীরা২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের ওপর শুল্ক আরোপ করেন, তখন ভিয়েতনামের উদ্যোক্তা হাও লে সেটিকে সুযোগ হিসেবে দেখেছিলেন। তার প্রতিষ্ঠিত এসএইচডিসি ইলেকট্রনিক্স এখন প্রতি মাসে ২০ লাখ ডলারের ফোন ও কম্পিউটার অ্যাক্সেসরিজ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্ররাশিয়ার দখলে থাকা ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন কাঠামোর অংশ হিসেবে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে সিএনএন’কে জানিয়েছে বিষয়টির সঙ্গে যুক্ত একটি সূত্র।

ইউক্রেনে সোমবার পর্যন্ত ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনেরইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে দু’দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৯ এপ্রিল) ক্রেমলিন জানিয়েছে, আপাতত ইউক্রেনে ‘সব ধরনের সামরিক অভিযান’ বন্ধ রাখবে রাশিয়া। এটিকেই ‘ইস্টার যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছে তারা।

শরণার্থী নিয়ে উত্তেজনা/ আফগানিস্তান গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীতালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে আফগানিস্তানে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি আফগান শরণার্থীদের নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত দুই সপ্তাহের মধ্যে ৮৫ হাজারের বেশি আফগান শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে পাকিস্তান, যাদের অধিকাংশই শিশু।

Advertisement

আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতওআফগানিস্তানে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী ভারতেও। শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন।

কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিককঙ্গো নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০ইয়েমেনের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি।

কেএএ/জেআইএম