রাজনীতি

বিএনপি-এলডিপি বৈঠক: ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রত্যাশা

বিএনপি-এলডিপি বৈঠক: ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রত্যাশা

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন বিএনপি ও এলডিপির নেতারা। আগামী ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা করছেন দল দুটির নেতারা।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এলডিপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব রেদোয়ান আহমেদ। এছাড়াও এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেওয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।

আরও পড়ুনইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকারনির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করছে না বিএনপি। আমরা আশা করি, সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে।

Advertisement

এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, নয় মাস পেরিয়ে গেলেও এখনো রাজনৈতিক সংস্কার হয়নি। সরকার একবার এক কথা বলে, আবার পাল্টে ফেলে। আমরা অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া হোক।

কেএইচ/ইএ/জেআইএম