সম্ভব হলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার থেকেই নির্বাচন শুরু হওয়া উচিত বলে মনে করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা।
Advertisement
তারা মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত। পাহাড় ও সমতলের জনগোষ্ঠীর যে প্রথাগত শাসনব্যবস্থা রয়েছে সেটাকেও স্থানীয় সরকার কাঠামোতে সম্মান দিয়ে অন্তর্ভুক্ত করা উচিত। এখানে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তারা এ মতামত তুলে ধরেন। এতে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান ও নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হকসহ কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুননারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদএকবার প্রধানমন্ত্রী হলে পরে রাষ্ট্রপতি নয়, ঐকমত্য কমিশনকে এনসিপিসংস্কার প্রতিবেদনের সুপারিশ তুলে ধরে কমিশনের সদস্যরা বলেন, স্থানীয় সরকার হলো এমন একটি জায়গা যেখানে অভিযোগগুলো দেওয়া যায় এবং জবাবদিহি নিশ্চিত করা যায়। এ প্রক্রিয়াগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে।
Advertisement
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কমিশন সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, অ্যাডভোকেট কামরুন নাহার, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।
এমইউ/কেএসআর/জেআইএম