‘ডিউন’ সিরিজের প্রথম কিস্তি প্রকাশ পেয়েছিল ২০২১ সালে। করোনা মহামারীর প্রকোপের মধ্যে প্রকাশ পাওয়া সত্ত্বেও ব্যবসা সফল হয় সিনেমাটি। এরপর গেল বছরের ১ মার্চ মুক্তি পায় ছবিটির ২য় কিস্তি ‘ডিউন:পার্ট ২’। বিশ্বব্যাপী সিনেমাটি দারুণ সাড়া ফেলে। মুক্তির ২ দিনের মধ্যেই ৫০ মিলিয়ন ইউএস ডলারের মাইলফলক স্পর্শ করে সিনেমাটি। সবমিলিয়ে বক্স অফিসে ছবিটি ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে। আর আইএমবিডিতে এ ছবির রেটিং দশের মধ্যে সাড়ে আট!
Advertisement
এবার আসতে চলেছে সিরিজের তৃতীয় কিস্তি। আর সেখানে ফ্লোরেন্স পিউ আবারও প্রিন্সেস ইরুলান চরিত্রে ফিরতে চলেছেন। ডেনিস ভিলনুভ পরিচালিত ফ্র্যাঙ্ক হারবার্টের বিখ্যাত সায়েন্স ফিকশন সিরিজের তৃতীয় পর্বে আরও বড় পরিসরে দেখা যাবে তাকে।
‘ডিউন: পার্ট টু’ সিনেমায় প্রথমবার প্রিন্সেস ইরুলান হিসেবে দেখা যায় পিউকে। তিনি ছিলেন সম্রাট শাদ্দাম চতুর্থের (ক্রিস্টোফার ওয়াকেন) কন্যা। সিনেমার শেষ অংশে পল আত্রেইডিস (টিমোথি শ্যালামে)–এর সঙ্গে রাজনীতিগত বিবাহে সম্মত হন ইরুলান। এতে তার বাবার জীবন রক্ষা পায়।
তবে ‘পার্ট টু’-তে তার উপস্থিতি ছিল সীমিত। এবার তার চরিত্র আরও গুরুত্ব পেতে চলেছে বলে জানা গেল।
Advertisement
হার্পার'স বাজার-এ দেওয়া এক সাক্ষাৎকারে পিউ বলেন, ‘আমি আশা করি আমরা তাকে আরও দেখব। আমি চরিত্রটির জন্য আরও দারুণ পোশাক চাই!’
পরিচালক ডেনিস ভিলনুভ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইরুলানের চরিত্রটি ধীরে ধীরে কেন্দ্রীয় ভূমিকায় চলে আসবে।যেমনটা হয়েছিল জেনডায়ার চরিত্র চানির ক্ষেত্রেও। তিনি বলেন, ‘আমি প্রথম পর্বে চানিকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আর পার্ট টু-তে সে প্রধান চরিত্র হয়ে ওঠে। ফ্লোরেন্সের ক্ষেত্রেও আমি একই পদ্ধতি অনুসরণ করছি। যদি ডিউন মেসায়া তৈরি হয়, তাহলে ইরুলান অন্যতম প্রধান চরিত্র হবে।’
এদিকে, পিউ ছাড়াও ‘ডিউন ৩’ ছবিতে ফিরছেন জেসন মোমোয়া। তিনি ডানকান ইদাহো চরিত্রে অভিনয় করেন। যদিও চরিত্রটি প্রথম সিনেমায় মারা যায়। এবার সেটি পুনর্জন্ম প্রক্রিয়ায় তৈরি মানব হিসেবে সে ফিরে আসবে।
‘ডিউন ৩’ সিনেমার শুটিং শুরু হবে এই গ্রীষ্মে। এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের ১৮ ডিসেম্বর।
Advertisement
প্রসঙ্গত, ফ্র্যাংক হারবার্ট ১৯৬৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার গল্পের ভিত্তিতে লেখেন বিখ্যাত উপন্যাস ডিউন। সেই গল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে গেম অব থ্রোনস, স্টার ওয়ার্স- এর মতো গল্প। অনুপ্রেণিত গল্পে তৈরি সিরিজ এবং সিনেমাগুলোও ভক্তদের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করে। এইসব সিনোগুলো আরও অনেক আগে নির্মিত হলেও মূল গল্প ‘ডিউন’ নিয়ে সিনেমা তৈরি হয় ২০২১ সালে।
এলআইএ/জেআইএম