২০৩ রানের বড় সংগ্রহ গড়েও গুজরাট টাইটান্সের কাছে পাত্তা পেলো না দিল্লি ক্যাপিটালস। ৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে গুজরাট।
Advertisement
এই জয়ে তিন থেকে এক লাফে শীর্ষে উঠে এসেছে শুভমান গিলের দল। এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গেছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস।
২০৪ রানের বড় লক্ষ্য তাড়ায় জস বাটলারের ব্যাটে সহজ জয় তুলে নেয় গুজরাট। সময়ের অভাবে সেঞ্চুরিটা করতে পারেননি বাটলার। ৫৪ বলে ১১ চার আর ৪ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ওপেনার শাই সুদর্শন ২১ বলে ৩৬ আর শেরফান রাদারফোর্ড করেন ৩৪ বলে ৪৩ রান।
এর আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে দিল্লি ক্যাপিটালস। ৮ উইকেটে তারা তোলে ২০৩ রান।
Advertisement
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন দিল্লির ব্যাটাররা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৭৩ রান তোলে দলটি।
শুরুর ব্যাটাররা সবাই রান পেয়েছেন। অভিষেক পোরেল ৯ বলে ১৮, লোকেশ রাহুল ১৪ বলে ২৮, করুন নায়ার ১৮ বলে ৩১, ত্রিস্টান স্টাবস করেন ২১ বলে ৩১। ১৫ ওভারে ১৫০ স্পর্শ করে দিল্লি।
শেষ ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে আরও ৫৩ রান তোলে দিল্লি। অক্ষর প্যাটেল ৩২ বলে ৩৯ আর শেষদিকে আশুতোষ শর্মা ১৯ বলে ২ চার আর ৩ ছক্কায় খেলেন ৩৭ রানের ইনিংস।
প্রসিধ কৃষ্ণা ৪১ রানে শিকার করেন ৪টি উইকেট।
Advertisement
এমএমআর/