আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
Advertisement
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে নাৎসি পার্টি গণহত্যা চালানোর দায়ে নিষিদ্ধ হয়েছিল। তারা এখনো নিষিদ্ধ আছে। কিন্তু আওয়ামী লীগ দেশে গণহত্যা চালানোর পরও এখনো নিষিদ্ধ হচ্ছে না। যে আওয়ামী লীগের গায়ে শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডের রক্ত লেগে আছে সে আওয়ামী লীগ কোন স্বার্থ বাস্তবায়নে নিষিদ্ধ করা হচ্ছে না। দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করছি।
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ৫ আগস্ট আমরা আওয়ামী লীগকে দাফন করলেও আমাদের কাছে ডেথ সার্টিফিকেট নেই। আমরা আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট চাই। যে সব রাজনৈতিক দল আজ আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাচ্ছে তাদের জানিয়ে দিতে চাই ৫ আগস্ট না এলে জামায়াত-বিএনপি সবাইকে এর দায় নিয়ে নিষিদ্ধ হতে হতো।
ফাহিম রেজা নামে আরেক সাবেক সমন্বয়ক বলেন, স্বাধীনতা পরবর্তীসময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তারা রাজনীতি করেনি। তারা রাজনীতির নামে ফ্যাসিবাদের চর্চা করেছে। শেখ মুজিব যখন ক্ষমতায় আসে তিনি গণতন্ত্রকে ধূলিসাৎ করে বাকশাল গঠন করেছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুরো নির্বাচন ব্যবস্থায় আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে।
Advertisement
মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম