পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হেরে সমীকরণের মারপ্যাঁচে পড়ে গেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর।
Advertisement
এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হয়ে যাবে। তবে বাংলাদেশ রানরেটে এগিয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম।
তবে ক্যারিবীয়রা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাইল্যান্ডকে অলআউট করে দিয়েছে ১৬৬ রানেই। এখন ওয়েস্ট ইন্ডিজ ১০ কিংবা ১১ ওভারে এই ম্যাচ জিতে গেলে বাংলাদেশের বিদায় হয়ে যাবে।
ওয়েস্ট ইন্ডিজ যদি ১০ ওভারের মধ্যে ১৬৭ রান করতে পারে তবে নেট রানরেটে বাংলাদেশকে টপকে যাবে, চলে যাবে বিশ্বকাপেও।
Advertisement
তবে দুই দলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে যেতে তবে হিসাবটা একটু ভিন্ন হবে। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলবে ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জেতে, তবে ১১ ওভারের মধ্যে জিতলেও বিশ্বকাপে চলে যাবে।
এরই মধ্যে অবশ্য ক্যারিবীয় মেয়েরা ভয় জাগাচ্ছে বাংলাদেশের জন্য। ৩ ওভারেই বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলেছে তারা।
এমএমআর/জেআইএম
Advertisement