পঞ্চগড়ের বোদায় ১৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
ঢাক-ঢোল, নাচ-গানে, আনন্দ উৎসাহ আর শোভাযাত্রার মধ্য দিয়ে এ সম্মেলন হচ্ছে। বোদা উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী শোভাযাত্রা নিয়ে সম্মেলন মাঠে উপস্থিত হন। পরে সেখান থেকে আনন্দ মিছিল বের হয়। উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিল একই স্থানে শেষ হয়।
পরে বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
Advertisement
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সবশেষ ২০০৬ সালে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৯ বছর পর শনিবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা রয়েছে।
সভাপতি পদে দুজন ও দুটি সাংগঠনিক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আসাদুল্লাহ আসাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মিনহাজ।
Advertisement
সফিকুল আলম/জেডএইচ/জেআইএম