সাহিত্য

গল্পের ছোটকাগজ ‘গপ্পো’র সাহিত্য আড্ডা

গল্পের ছোটকাগজ ‘গপ্পো’র সাহিত্য আড্ডা

মাদারীপুরে গল্পের ছোটকাগজ ‘গপ্পো’ আয়োজিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আড্ডা অনুষ্ঠিত হয়। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই আড্ডায় ২২ জন সাহিত্যিক ও সমালোচক উপস্থিত ছিলেন।

Advertisement

এ সংখ্যার গল্পকার এবং গল্পসমূহ হলো—বাদশা ওয়াজেদ আলীর ‘কুসুম আলোয় সাতটা কুকুর’; মাসুদ সুমনের ‘চিঠি’; গুপ্ত পুরোহিতের ‘কুহক’; জাহিদ সোহাগের ‘আমাদের তীব্র তরল’; সালাহ উদ্দিন মাহমুদের ‘কলেরাকালের দিনলিপি’; লিখন মাহমুদের ‘ফিনেক্স’; সাজিদ উল হক আবিরের ‘নিজামুদ্দিনের বিপদ’ এবং রনি রেজার ‘একটি মৃত্যুর অভাবে’।

গপ্পোর সম্পাদক মাসুদ সুমন বলেন, ‘গপ্পোর প্রতিটি সংখ্যা নিয়ে আমরা একটি করে আড্ডা করি। তারই ধারাবাহিকতায় গপ্পো সংখ্যা ৭ নিয়ে এই আড্ডার আয়োজন করা হয়। সংখ্যাটিতে আটজন গল্পকারের আটটি গল্প রয়েছে। আটজন আলোচক আলোচনা করেন। প্রত্যেক আলোচক দুটি করে গল্প নিয়ে কথা বলেন। ফলে প্রত্যেকটি গল্পের দুটি করে আলোচনা করা হয়।’

আরও পড়ুন

Advertisement

সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা পেলেন বিশ্বজিৎ ঘোষ

সহকারী সম্পাদক রিপন চন্দ্র মল্লিক বলেন, ‘গল্পগুলোর যথাযথ নির্মোহ সমালোচনা হয়েছে। শক্তিমত্তার জায়গা নিয়ে আলোচনা হয়েছে; হয়েছে দুর্বল দিক নিয়েও। আমরা জানতে পেরেছি এগুলো গল্প হয়ে উঠেছে কি না? মোট কথা আড্ডাটি গপ্পোকে কেন্দ্র করে গল্পকে কেন্দ্র করে জমে উঠেছিল। এবারের আড্ডাও স্মরণীয় হয়ে থাকবে।’

আড্ডায় আলোচক হিসেবে ছিলেন—ড. নুরজাহান বেগম (আমাদের তীব্র তরল ও কুসুম আলোয় সাতটা কুকুর); আব্দুল হালিম মিঞা (কুহক ও কলেরাকালের দিনলিপি); রুলীন রহমান (চিঠি ও কুহক); খান মো. শহিদ (কুসুম আলোয় সাতটা কুকুর ও একটি মৃত্যুর অভাবে); বাদশা ওয়াজেদ আলী (ফিনেক্স ও নিজামউদ্দিনের বিপদ); ইসমাইল খান (কলেরাকালের দিনিলিপি ও ফিনেক্স); জাহিদ সোহাগ (একটি মৃত্যুর অভাবে ও নিজামউদ্দিনের বিপদ) এবং সালাহ উদ্দিন মাহমুদ (চিঠি ও আমাদের তীব্র তরল)।

এ সময় বক্তব্য রাখেন শান্ত কুমার, রিপন চন্দ্র মল্লিক, লিখন মাহমুদ, সজীব আহমেদ, আ‌মিনুল ইসলাম খান, রানা, গুপ্ত পু‌রো‌হিত, আসাদুজ্জামান সবুজ, সুবল বিশ্বাস, কানিজ ফাতেমা, মহিউদ্দিন ফারুকী, মনজুরুল হক প্রমুখ।

এসইউ/এমএস

Advertisement