জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য পরিষ্কার। যতটুকু প্রয়োজন সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী জেলা জামায়াতের সদস্য শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণ জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। মন্দির-গির্জা পাহারা দিতে হবে না। মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আলাদা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজ নির্মাণ হবে। আলাদা ও নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করবে।
তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত রাজা নয় সেবক হিসেবে কাজ করবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি দেশ গড়বে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের বাংলাদেশকে ঢেলে সাজিয়ে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
Advertisement
জেলা আমির ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আল মামুন/আরএইচ/এমএস