বিনোদন

আবারও ওটিটি কাঁপাতে আসছেন নাগা চৈতন্য

আবারও ওটিটি কাঁপাতে আসছেন নাগা চৈতন্য

‘ধূথা’ ওয়েব সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন নাগা চৈতন্য। সেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। সিরিজটি ২০২৩ সালের ১ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়। সিরিজে নাগা চৈতন্য একজন সাংবাদিক সাগর চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি রহস্যময় সংবাদপত্রের মাধ্যমে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন।

Advertisement

এই সিরিজটি 'বেস্ট সাউথ ওটিটি শো অফ ২০২৩' হিসেবে খেতাব পেয়েছিল।

সেই সাফল্যের পর আবারও ওটিটিতে ফিরছেন দক্ষিণ ভারতের এই সুপারস্টার। পরিচালক দেবা কাট্টা তার নতুন ওয়েব সিরিজ ‘মায়াসভা’র নাম ঘোষণা করেছেন। এটি হবে রাজনৈতিক ক্রাইম ড্রামা। সিরিজের প্রথম সিজনের মোট রানটাইম হবে ৪০০ মিনিট। এটি ২০২৫ সালের শেষ ত্রৈমাসিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পরিচালক দেবা কাট্টা তার প্রিয় একজন অভিনেতাকে এই সিরিজে কাস্ট করার ইঙ্গিত দিয়েছেন। যা দেখে অনেকেই ধারণা করছেন নাগা চৈতন্যই হতে যাচ্ছেন সেই অভিনেতা।

Advertisement

বেশ কিছু সূত্রে পিঙ্কভিলা দাবি করছে, নাগা চৈতন্য ‘মায়াসভা’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন।

নাগা চৈতন্য বর্তমানে চলচ্চিত্রে ব্যস্ত রয়েছেন। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থান্ডেল’ বক্স অফিসে সফল হয়েছে। এছাড়াও তিনি ‘এনসি২৪’ নামে একটি মিথোলজিক্যাল থ্রিলার সিনেমার কাজ করছেন। কার্তিক ভার্মা ডান্ডু পরিচালনা করছেন ছবিটি। এটি নাগার ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

এলআইএ/জেআইএম

Advertisement