জাতীয়

কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি লিন্টু, মহাসচিব কেনেডি

কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি লিন্টু, মহাসচিব কেনেডি

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের ডিরেক্টর এবং সিইও আহসানুজ্জামান লিন্টু। এছাড়া সংগঠনটির মহাসচিব হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর গোলাম হাফেজ কেনেডি।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে নতুন কমিটি গঠন ও দায়িত্বভার হস্তান্তর হয়। আগামী দুই বছরের জন্য এ কমিটি কাজ করবে।

সমিতির জ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মুজিবর রহমান ও প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার।

আরও পড়ুনপদত্যাগ করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়ামামলার বোঝায় ভারী হয়ে উঠছে আদালত

এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে শেখ মুহাম্মদ মাসউদ, ড. এস. এম. মনিরুজ্জামান ও আল আরিফ হাসান, কোষাধ্যক্ষ হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

Advertisement

৬৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক মিটুল কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম পিনু, প্রচার সম্পাদক শোয়ায়িব খান তারিক, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রাজীব সুলতান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. আখতারুজ্জামান খান, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, গবেষণা সম্পাদক প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান, প্রকাশনা সম্পাদক সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. রনজিত কুমার সরকার, সহ-প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী রাব্বি, সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ড. নছিবা আক্তার দায়িত্ব পেয়েছেন।

এনএইচ/কেএসআর/জেআইএম