দেশজুড়ে

এবার বাংলাবান্ধা সীমান্তে সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের পতাকা

এবার বাংলাবান্ধা সীমান্তে সবচেয়ে উঁচুতে উড়বে বাংলাদেশের পতাকা

পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড। যেখানে উড়বে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই ফ্ল্যাগ স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়। কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশ প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল স্থানীয়দের। এবার এর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হলো।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টে বাংলাদেশের অপর প্রান্তে ২৪ ঘণ্টা ভারতীয় পতাকা উড়তে দেখি। পঞ্চগড়ের মানুষের দাবি ছিল, বাংলাবান্ধা সীমান্তে ভারতের চেয়েও উঁচু একটি ফ্ল্যাগ স্ট্যান্ড করা। যেখানে উড়বে আমাদের প্রাণের পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা আকাশে উড়বে। ফ্ল্যাগ স্ট্যান্ডটি বাস্তবায়ন হলে পঞ্চগড়ের মানুষের একটি দাবি পূরণ হবে।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/জেডএইচ/জেআইএম