বিনোদন

ব্যর্থ সালমান খানের পাশে দাঁড়ালেন ইমরান হাশমি

ব্যর্থ সালমান খানের পাশে দাঁড়ালেন ইমরান হাশমি

‘সিকান্দার’ সিনেমা মুক্তির পর বক্স অফিস মাতাতে পারছে না। যেটুকু আয় তা যেন কোনোভাবেই বলিউড ভাইজান সালমান খানের নামের সঙ্গে মানানসই নয়। তার ভক্তরা খুবই হতাশ। এদিকে বিরোধীশিবিরে এ নিয়ে চলছে কটাক্ষ। অনেকে সিনেমায় সালমান খানের স্টারডমের ইতিও দেখে ফেলছেন।

Advertisement

এমতাবস্থায় ভাইজানের পাশে দাঁড়ালেন বলিউডের চার্মিং বয়’খ্যাত অভিনেতা ইমরান হাশমি। তিনি সালমানের নিন্দুকদের সামনে বলিউড বাদশাহ শাহরুখ খানকে দৃষ্টান্ত হিসেবে দাঁড় করিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, একসময় এভাবে সবাই শাহরুখকে অবমূল্যায়ন করেছিল। এখন সবাই তার প্রতি মুগ্ধ হতে বাধ্য হয়েছে।

গেল রোজা ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ ঘিরে বলিউডে চলছে তুমুল আলোচনা। সালমান খানের এই অ্যাকশনধর্মী ছবিটি প্রথম সপ্তাহে ১০০ কোটির গণ্ডি পার করলেও বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি বলে মনে করছেন অনেকেই। সমালোচনার মুখে পড়েছে ভাইজানের ক্যারিয়ার। এই ছবি দিয়ে বেশ অনেক বছর পর হতাশার মুখ দেখলেন টানা সুপারহিট সিনেমা উপহার দেয়া অভিনেত্রী রাশমিকা মান্দানাও। এই পরিস্থিতিতে সালমানের পাশে দাঁড়ালেন অভিনেতা ইমরান হাশমি।

নিজের নতুন ছবি ‘গ্রাউন্ড জিরো’-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরান বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস নিজের অভিজ্ঞতা আর ক্ষমতার জোরেই সালমান খান আবার ফিরে আসবেন। এখনকার সময়টা হয়তো তার অনুকূলে নয়। তার মানে এই নয় এমনটাই থাকবে সবসময়। ভুলে গেলে চলবে না তিনি সালমান খান। এই ইন্ডাস্ট্রির এক অভিজ্ঞ সোলজার।’

Advertisement

সালমানের সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগাযোগ না থাকলেও ইমরান মনে করেন, ‘এই ইন্ডাস্ট্রিতে ওঠা-নামা চিরকালই থাকবে। আজ থেকে দশ বছর আগে শাহরুখ খানকে নিয়েও সবাই নেতিবাচক কথা বলেছিল। কিন্তু দেখুন, উনি কী দুর্দান্তভাবে কামব্যাক করলেন। সালমানও পারবেন।’

সমালোচকদের একহাত নিয়ে তিনি যোগ করেন, ‘সবসময় সবকিছু নিজের হাতে থাকে না। নিজের শতভাগ দিয়েও কখনও সাফল্য আসে না। তার মানে এই নয় যে একজন তারকার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সালমানের ক্যারিশমা আর স্ক্রিন প্রেজেন্সই যথেষ্ট সব প্রশ্নের উত্তর দিতে।’

এর আগে সালমানের সমর্থনে মুখ খুলেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। বন্ধুর পাশে দাঁড়িয়ে অক্ষয় বলেছিলেন, ‘টাইগার এখনও জিন্দা আছে, আর চিরকাল থাকবে। সালমানের মতো শক্তিশালী মানুষ কখনও হারে না।’

‘সিকান্দার’ হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে বলিউডের অনেকেই বিশ্বাস করেন, ভাইজান আবার দাপটের সঙ্গেই ফিরবেন।

Advertisement

এলআইএ/এমএস