বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও জমকালো আয়োজনে পর্দা উঠল ১৫তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসব তিনটি ঐতিহাসিক মাইলফলককে কেন্দ্র করে আয়োজিত হচ্ছে। তার একটি হলো বিশ্ব চলচ্চিত্রের ১৩০ বছর, চীনা চলচ্চিত্রের ১২০ বছর এবং উৎসবের ১৫তম বর্ষপূর্তি।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং ম্যান্ডারিন বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘সিনেমা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সর্বজনীন ভাষা।’ চীনের ‘ফিফথ জেনারেশন’ নির্মাতাদের কাজের মধ্য দিয়ে তার চীনা সিনেমার প্রেমে পড়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ‘প্রযুক্তি যতই এগোক না কেন মানুষের হৃদয় স্পর্শ করে কেবল মানবিক গল্পই। বিশ্বজুড়ে এশীয় এবং প্রবাসী নির্মাতাদের বেড়ে ওঠা এবং তাদের বৈচিত্র্যময় গল্প মানুষকে মুগ্ধ করছে। বলার বিষয়টিও তিনি তুলে ধরেন। ‘বৈচিত্রের একতা’ দর্শনে অনুপ্রাণিত হয়ে বিশ্ব চলচ্চিত্রে আরও গভীরভাবে সবাইকে কাজ করতে হবে।’
তিয়ানতান অ্যাওয়ার্ডসের বিচারক প্যানেল নেতৃত্ব দিচ্ছেন চীনা অভিনেতা ও পরিচালক জিয়াং ওয়েন। তার সঙ্গে রয়েছেন জোয়ান চেন, টিমু নিকি, ভিনসেন্ট পেরেজসহ আন্তর্জাতিক তারকারা।
Advertisement
লালগালিচায় চীনা তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক অতিথিরাও অংশ নেন। ছিলেন চীনা অভিনেতা ঝাং ইউকি, তান ঝুয়ো, জাং জিফেংসহ অনেকে। পরিচালকদের মধ্যে গুয়ান হু, লি ইয়ংই, গাও চুনশুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ পরিচালক ডেভিড ইয়েটস বিচারক হিসেবে অংশ নিয়ে বলেন, ‘বৃষ্টির জন্য ধন্যবাদ, দারুণ লাগছে!’ একইসঙ্গে তিনি উৎসবের আতিথেয়তা ও আয়োজনে মুগ্ধতার কথাও জানান।
উদ্বোধনীতে ছিল নৃত্য ও সংগীত পরিবেশনা, চলচ্চিত্রের ইতিহাস নিয়ে শ্রদ্ধাঞ্জলি এবং চীনা অ্যানিমেশনের অগ্রযাত্রা তুলে ধরে একটি বিশেষ আয়োজন। এতে জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র ‘নে ঝা’কেও উপস্থাপন করা হয়।
২৬ এপ্রিল পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
Advertisement
এলআইএ/এমএস