তথ্যপ্রযুক্তি

৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিরা

৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিরা

ইন্টারনেটের দাম নিয়ে গ্রাহক পর্যায়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। মোবাইলে কথা বলতে গিয়ে সংযোগ বিচ্ছিন্নতায় বিরক্তি প্রকাশ করেন গ্রাহকরা। বর্তমানে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় তা দ্বিগুণ করে এখন থেকেই ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেবেন তারা। আর অচিরেই ৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির সেবা দিতে চান তারা।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) দেশে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এ ঘোষণা দেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএপিএবি সভাপতি ইমদাদুল হক।

তবে এজন্য সরকারের কাছে কিছু প্রস্তাবও দিয়েছেন তিনি। ইমদাদুল হক বলেন, এজন্য অ্যাকটিভ শেয়ারিং চালু, লাইসেন্সের মেয়াদ ১০ বছর করা, আইআইজি, এনটিটিএন ক্যাপাসিটি এবং সরকারি অবকাঠামো ব্যবহারের সুযোগ এবং ৫ বছরের জন্য লভ্যাংশ শেয়ার থেকে বাইরে রাখার প্রস্তাব করছি।

রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে টেলিকম খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় ট্রান্সমিশন খরচ, ইন্টারনেটের কাঁচামাল- ব্যান্ডউইথের মূল্য এবং ইন্টারনেটের গতির পেছনের নানা সমীকরণ উঠে আসে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।

পেশাজীবী সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) আয়োজনে সভায় সূচনা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। মূল আলোচনার ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন টিআরএনবি সাংগঠনিক সম্পাদকআল-আমীন দেওয়ান।

টিআরএনবি সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আলোচনা করেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইন্টারনেট সঞ্চালন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, টেলিটকের প্রতিনিধি এ টি এম সাইফুর রহমান খান, বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, রবির সেক্রেটারি ও চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

Advertisement

এএএইচ/এমএইচআর/এমএস