অর্থনীতি

চমক দেখালো দেশ জেনারেল ইন্স্যুরেন্স

চমক দেখালো দেশ জেনারেল ইন্স্যুরেন্স

গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। এতে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এই পতনের বাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাধারণ বিমা কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

Advertisement

এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৭৭টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৯৯টির। আর ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

এমন পতনের বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ৪১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৪ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২৫ টাকা ৪০ পয়সা।

Advertisement

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

কোম্পানিটর মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫২ দশমিক ১১ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৪৩ দশমিক ৪৮ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪১ শতাংশ আছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ। ১৫ দশমিক ৮৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা-শাহজিবাজার পাওয়ারের ১৩ দশমিক ৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১১ দশমিক ৭৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮ দশমিক ৭০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭২ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৩ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টের ৬ দশমিক ৮৩ শতাংশ এবং এনআরবি ব্যাংকের ৬ দশমিক ৩৫ শতাংশ দাম বেড়েছে।

Advertisement

এমএএস/এসএনআর/এমএস