লাইফস্টাইল

আজ স্বামীর জন্য যে কাজগুলো করতে পারেন

আজ স্বামীর জন্য যে কাজগুলো করতে পারেন

সানজানা রহমান যুথী

Advertisement

স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। সংসার সুন্দর রাখতে দুজনকেই দরকার। তবে প্রতি বছর এপ্রিল মাসের তৃতীয় শনিবার ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ পালিত হয়। মূলত স্বামীর ত্যাগকে মূল্যায়ন করার ভাবনা থেকেই দিবসটির উৎপত্তি। যদিও দিবসটির উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ধারণা করা হয়, দিনটি মর্যাদা সম্পন্ন দিবস। এটি পালনের উদ্দেশ্যে হলো—স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ খুঁজে বের করা। দিবসটির উদ্দেশ্য ও উদযাপনের দৃষ্টিভঙ্গিও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। অতীতে স্বামীকে পরিবারে মূল উপার্জনকারী হিসেবে দেখা হতো। স্ত্রী ও পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব পালন করতে হতো। কিন্তু এখন স্বামীর ভূমিকা পরিবর্তিত হয়ে ঘরের কাজেও বড় পরিসরে অবদান রাখার দিকটিও লক্ষ্য করা গেছে। তাই জীবনসঙ্গীকে সম্মান জানানোর ক্ষেত্রে এখন শুধু কর্মক্ষেত্রে তাদের সাফল্যের গণ্ডিই সীমাবদ্ধ নয়।

যেভাবে দিনটি পালন করবেন

আপনার জীবনসঙ্গীর জন্য বিশেষ কিছু করার একটি বড় সুযোগ এটি। তিনি যেন এই বিশেষ দিনে ভালোবাসা ও কৃতজ্ঞতা অনুভব করেন। অনেক স্ত্রী কাজের চাপে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাদের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই তাদের স্বামীর জন্য দিনটি পালন করতে চান। কিন্তু বুঝতে পারেন না, কোথা থেকে শুরু করবেন। চিন্তার কিছু নেই। কিছু টিপস ফলো করে আপনার স্বামীর জন্য দিনটি পালন করতে পারেন।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক কিভাবে হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে পালন করবেন—

উপহার দেওয়া

ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায়গুলোর একটি হলো উপহার। বিশেষ করে সঙ্গীর পছন্দ অনুযায়ী উপহার দিলে তিনি অনুভব করবেন যে, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। আপনার স্বামী যদি খেলাধুলা ভালোবাসেন, তবে তার প্রিয় দলের লোগোসহ একটি সোয়েটশার্ট উপহার দিতে পারেন। যদি তিনি সিনেমাপ্রেমী হন, তাহলে তার প্রিয় সিনেমার দুটি টিকিট দিন। উপহারের পেছনে প্রচুর টাকা খরচ করতে হবে এমন নয়। চাইলে তার প্রিয় ক্যান্ডি, স্ন্যাকস ও পানীয় দিয়ে গিফট বাস্কেট করলেও অনেক অর্থবহ হবে।

আরও পড়ুন

গরমে ৮ খাবার এড়িয়ে চলুন মানসিক চাপ কি শরীরে ব্যথা সৃষ্টি করতে পারে? চিঠি লিখুন

চিঠি লেখা খুব সাধারণ একটি কাজ মনে হতে পারে। কিন্তু আবেগময়ী শব্দের শক্তি অনেক গভীর। হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে উপলক্ষে স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি লিখে ফেলুন। চিঠিতে অনুভূতি প্রকাশ করুন আবেগময়ী শব্দের মাধ্যমে—হোক সেটা সরাসরি, হাতে লেখা চিঠি অথবা ডিজিটাল বার্তার মধ্য দিয়ে। তার প্রশংসা করুন। তাকে জানান, তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বার্তাটি ক্ষণিকের জন্য তাকে ছুঁয়ে যাবে না বরং বারবার পড়ে ভবিষ্যতেও অনুভব করতে পারবেন।

Advertisement

পছন্দের খাবার

খাবারের মাধ্যমেও ভালোবাসা প্রকাশ করা যায়। পছন্দের খাবারের তৃপ্তি ভালোবাসতে শেখায়। যদি স্বামীর পছন্দের সব খাবার তৈরি করেন, স্বামীর আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল হবেন। আপনি যে তাকে কতটা ভালোবাসেন; তা তিনি অনুভব করতে পারবেন। আপনার হাতের পছন্দের মুখরোচক খাবার খেয়ে তিনি কৃতার্থ হবেন।

পছন্দের পোশাক পরুন

আপনি সব সময় স্বামীর পছন্দের পোশাক পরিধান করেন না। তাই স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য চাইলে আজ তার পছন্দের রঙের পোশাক পরতে পারেন। কিংবা যে পোশাকে স্বামী আপনাকে দেখতে বেশি ইচ্ছা পোষণ করেন, তা পরিধান করে সুন্দরভাবে সাজতে পারেন।

ঘুরতে যাওয়া

চাইলে স্বামীর সঙ্গে তার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই ভ্রমণের মাধ্যমে যেমন স্বামীকে খুশি করবেন; তেমনই নিজেরাও কিছুটা মানসিক প্রশান্তি পাবেন।

কোয়ালিটি টাইম

ব্যস্ততম জীবনে একে অপরের সঙ্গে সময় কাটানো কঠিন হয়ে পড়ে। তাই কিছুটা সময় নির্ধারিত করে রাখুন শুধু তার সঙ্গে থাকার জন্য। হোক সেটি একসঙ্গে সিনেমা দেখা বা একসঙ্গে রাতের খাবার রান্না করা।

এসইউ/এমএস