নোয়াখালীর পাঁচ থানায় একইদিন একযোগে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। থানাগুলো হলো, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, চরজব্বর ও হাতিয়া।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাড অপস) মো. ইব্রাহিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় গোপন সংবাদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা পুলিশের সূত্র জানায়, জেলার চাটখিল থানার পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তরাফ গ্রাম থেকে একটি টিআর গ্যাস গান উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোনাইমুড়ী থানার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের বগাদিয়া ব্রিজের পাশ থেকে একটি গ্যাস সেল ও একটি চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি রামদা ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়। চরজব্বর থানার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আকরাম উদ্দিন গ্রামের হাশেম টোব্যাকো অফিসের পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এছাড়া হাতিয়া থানার পৌরসভা এলাকার ওছখালী থেকে কাজীর বাজারগামী সড়কের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
Advertisement
মো. ইব্রাহিম জাগো নিউজকে বলেন, গত ৫ আগস্ট জেলার চাটখিল ও সোনাইমুড়ী থানায় দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে অস্ত্র লুট করে। এছাড়া জেলার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র থাকার তথ্যে অভিযান চালাচ্ছে পুলিশ। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস