দেশজুড়ে

ট্রেন দুর্ঘটনায় আহত শিশু হাসপাতালে, পরিবারের সন্ধান চায় পুলিশ

ট্রেন দুর্ঘটনায় আহত শিশু হাসপাতালে, পরিবারের সন্ধান চায় পুলিশ

গাজীপুরের কালীগঞ্জে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে ১৩ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় শিশু। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে টঙ্গী-ভৈরব রেল সড়কের তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী এলাকায় একটি চলন্ত ট্রেন থেকে শিশু লিপন পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় শিশুটি তার নাম লিপন, পিতার নাম আয়নাল, এবং মাতার নাম শিল্পী বলে জানিয়েছে। সে টঙ্গী এলাকায় বসবাস করে বলেও জানিয়েছে। তবে তার বিস্তারিত ঠিকানা বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, পুলিশ শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছে। যদি কেউ তার পরিবার বা আত্মীয়স্বজন সম্পর্কে কোনো তথ্য জানেন, তারা যেন দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কালীগঞ্জ থানায় যোগাযোগ করেন।

Advertisement

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিশুটির পরিবারের সন্ধানে সহায়তায় সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

আব্দুর রহমান আরমান/এমএন/জিকেএস