নৌপথে আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন।
Advertisement
বৃহস্পতিবার (৮ মে) আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড ঢাকা জোন দুটি জাহাজ এবং উচ্চগতি সম্পন্ন ২৩টি বোটের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, পাটুরিয়া, দৌলতদিয়া ও চাঁদপুর অঞ্চলে টহল, জরুরি পরিস্থিতি মোকাবিলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনসহ নৌপথে নিয়মিত পেট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে আসছে। গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে গত চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) এই জোনের তত্ত্বাবধানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগজিন, ৫ রাউন্ড তাজা গোলা, ২৫ পিস ইয়াবা, ৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১২ জন কিশোর গ্যাং সদস্য, ৪ জন চাঁদাবাজ, ৩ জন ছিনতাইকারী এবং একজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
আরও পড়ুন এভাবে পুশ-ইন কোনো সঠিক পদ্ধতি নয়: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি নারীদেরদুর্গম চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র ১ হাজার ৬৪৭ জন অধিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়েছে।
Advertisement
কোস্ট গার্ডের কমান্ডার ইমতিয়াজ আরও বলেন, ঢাকা জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ মরদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নৌপথে চলাচলকারী যাত্রী ও নৌযানের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে দিনরাত টহল এবং তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও নৌপথে আকস্মিক দুর্ঘটনায় সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের জন্য এই জোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা ও বিসিজি স্টেশন চাঁদপুরে সার্বক্ষণিক ডুবুরি দল প্রস্তুত থাকে।
কোস্ট গার্ডের এই কমান্ডার আরও বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে এই জোনের আওতাধীন নৌরুটের চেকপয়েন্টে নজরদারি অব্যাহত রাখা হচ্ছে। দেশের জনগণের প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন যেকোনো পরিস্থিতিতে সাড়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজর রাখছে বাংলাদেশ কোস্ট গার্ড।
টিটি/এএমএ/এএসএম
Advertisement