বৃষ্টির কারণে আইপিএলে টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয় ১৪ ওভারের লড়াইয়ে। সে লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫ উইকেট আর ১১ বল হাতে রেখে সহজেই হারিয়েছে পাঞ্জাব কিংস।
Advertisement
এই জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে স্রেয়াশ আইয়ারের দল। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট এখন তাদের। সমান ম্যাচে তৃতীয় হারে চারে নেমে গেছে বেঙ্গালুরু।
১৪ ওভারে লক্ষ্য ছিল ৯৬ রানের। রান তাড়ায় ছোট ছোট ইনিংসে এগিয়ে গেছে পাঞ্জাব। প্রিয়ানশ আরিয়া ১১ বলে ১৬, প্রভসিমরান সিং ৯ বলে ১৩, জশ ইংলিশ ১৭ বলে ১৪ করে আউট হন।
এরপর নেহাল ওয়াধেরা ঝড় তুলে দলকে সহজ জয় এনে দেন। ১৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন মার্কাস স্টয়নিস (২ বলে ৭*)।
Advertisement
এর আগে টিম ডেভিডের এক প্রান্ত ধরে করা দুর্দান্ত ফিফটিতে ১৪ ওভারে ৯ উইকেটে ৯৫ রান তোলে বেঙ্গালুরু। টিম ডেভিড শেষ ওভারে তিন ছক্কাসহ ২৬ বলে করেন অপরাজিত ৫০ রান।
বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। ফিল সল্ট (৪), বিরাট কোহলি (১), লিয়াম লিভিংস্টোনরা (৪) দাঁড়াতে পারেননি। ১৮ বলে ২৩ করেন অধিনায়ক রজত পাতিদার।
৪২ রানে ৭টি আর ৬৩ রানে ৯ উইকেট হারিয়ে বসেছিল বেঙ্গালুরু। সেখান থেকে টিম ডেভিড একপ্রান্ত ধরে দলকে একশর কাছাকাছি নিয়ে যান।
অর্শদিপ সিং, মার্কো জানসেন, ইয়ুজবেন্দ্র চাহাল আর হারপ্রিত ব্রার নেন দুটি করে উইকেট।
Advertisement
এমএমআর/এসআর