ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন রেজাউল করিম মল্লিক। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে তিনি বিদায়ী ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
Advertisement
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আওলাদ হোসেনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (সাবেক ডিবিপ্রধান) রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জে ডিআইজি করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যান রেজাউল করিম মল্লিক। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী ডিআইজির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
আরও পড়ুন সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউলএরপর বিদায়ী রেঞ্জ ডিআইজি ও নতুন ডিআইজিকে একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে ডিআইজি অফিসে কর্মরত অফিসারদের সঙ্গে কুশল বিনিময় করেন রেজাউল করিম মল্লিক।
Advertisement
গত ১৩ মার্চ ডিএমপির ডিবিপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রেজাউল করিম মল্লিককে। এরপর থেকে তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করে রাখা হয়েছিল।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিএমপির ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন তিনি এবং পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে তাকে পদায়ন করে রাখা হয়েছিল।
টিটি/এমকেআর/জিকেএস
Advertisement