দেশজুড়ে

উখিয়া-টেকনাফের গহিন পাহাড়ে অভিযান, মাদক-অস্ত্র উদ্ধার

উখিয়া-টেকনাফের গহিন পাহাড়ে অভিযান, মাদক-অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

Advertisement

বৃহস্পতিবার ( ৮ মে) বিকেলে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী পাহাড়ি এলাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, কক্সবাজার একটি অপরাধপ্রবণ জেলা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে। সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বেড়েছে। মাদকের পাশাপাশি গত তিন মাসে কক্সবাজারে ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩০টির মতো ঘটনা শুধু টেকনাফ ও উখিয়াতেই সংঘটিত হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, উখিয়ার জালিয়া পালং, শ্যামলাপুর, কুদুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন অরণ্যে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং মাদকের রুট বন্ধের উদ্দেশ্যে র‌্যাব, নৌবাহিনী, বিজিবি, এপিবিএন ও পুলিশ একসঙ্গে অভিযান চালায়।

Advertisement

অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘরের সন্ধান মেলে। যেগুলো তল্লাশি করে ১০০ গ্রাম গাজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্র, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু ও তিনটি কিরিজ উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম