ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটিকে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব ২০ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ২১ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছিল সার্চ কমিটির প্রধান মো. জোবায়েদুর রহমান রানাকে। যে চিঠিতে এই সময় বেঁধে দেওয়া হয়েছিল।
Advertisement
চিঠি পাওয়ার পর পাঁচটি কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। সব মিলিয়ে ২৬টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনো বাকি ২৭টি। সরকারের বেঁধে দেওয়া ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটির প্রস্তাব দেওয়া কি সম্ভব সার্চ কমিটির পক্ষে?
জানতে চাইলে কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেছেন, ‘সময় বেঁধে দেওয়ার দুইদিন পরই মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমাদের আহবায়ক যোবায়েদুর রহমান রানা। সেই চিঠিতে আমরা জানিয়েছিলাম, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাকি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে পারবো। এরপর বিভাগ ও জেলার কমিটি এবং গঠনতন্ত্র যা আছে, সেগুলো তৈরি করতে আরো সময় লাগবে। কারণ, সবার সাথে আমাদের বসতে হবে। জেলা ও বিভাগগুলো পরিদর্শন করতে হবে। তবে এক মাসেও সেই চিঠির জবাব আমরা পাইনি। এটা আমরা ক্রীড়া উপদেষ্টাকেও জানিয়েছি।’
সার্চ কমিটির এই সদস্যের অভিযোগ-প্রায় দুই মাস আগে শুটিং, ব্যাডমিন্টন ও তায়কয়োনদোর কমিটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হলেও রহস্যজনকভাবে সেগুলো ঘোষণা করা হয়নি। এরপরও তো বাকি থাকে ২৪টি। সেগুলো কবে দেবেন? ‘আমাদের সবগুলোই প্রস্তুত। যে কয়টি জমা দেওয়া আছে সেগুলোর সার্কুলার হলে অন্যগুলো জমা দিয়ে দেবো’-বলেছেন ইমরোজ আহমেদ।
Advertisement
অ্যাডহক কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেওয়ার পর সংস্কারের গতি আরো কমেছে। এমন হলো কেন? জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সার্চ কমিটি প্রস্তাবনা পাঠায় মন্ত্রণালয়ে। উপদেষ্টার অনুমোদন হয়ে যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা দ্রুত সার্কুলার করে দিই। আমাদের হাতে কোনো কমিটি জমা নেই। আমরা প্রতিদিনের কাজ প্রতিদিনই শেষ করি।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গত বছর ২৯ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটি গঠনের শুরুতেই বিতর্ক তৈরি হলে গত ১ অক্টোবর পুনর্গঠন করা হয় সার্চ কমিটি। দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ৫৫টি। ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে গত বছর ২৬ অক্টোবর। ক্রিকেট বোর্ডের সভাপতিসহ কয়েকজন পরিচালক পরিবর্তন হয়েছে। বাকি ৫৩ ফেডারেশনের কমিটি গঠন হচ্ছে সার্চ কমিটির প্রস্তাবে। ৭ মাসে নতুন কমিটি পাওয়া গেছে ২৬টির।
চলতি অর্থ বছর শেষ হতে চলেছে। ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে সরকারের বরাদ্দকৃত অর্থ এ সময়ের মধ্যে শেষ করতে না পারলে আগামী অর্থ বছরে চাহিদামতো অর্থ বরাদ্দ না পাওয়ার শঙ্কা তৈরি হবে। যে কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চাইছিল ২০ এপ্রিলের মধ্যে ক্রীড়াঙ্গনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে। তবে মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও সার্চ কমিটির মধ্যে সমন্বয়হীনতা আরো তীব্র হওয়ায় সংস্কার সময়মতো শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরআই/এমএমআর/জিকেএস
Advertisement