চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত সীমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের চারাকান্দি পূর্ব নডালিয়া গ্রামের আইয়ুব খান ও পারভীন আক্তারের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. মাহমুদুল হক করিমের বাড়ি একই ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের শহীদ কলোনিতে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সীমা আক্তারের সঙ্গে স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সীমা গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে পাশের এলাকায় থাকা তার মা-বাবাসহ এলাকাবাসী গিয়ে সীমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের আগে সীমা মারা যান। ঘটনার পর স্বামী করিম পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে মারধরের একপর্যায়ে করিম নামের ওই যুবক ছুরিকাঘাত করলে তার স্ত্রী সীমা রক্তাক্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তিনি মারা যান।
Advertisement
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম মাঈন উদ্দিন/এমএন/জিকেএস