বিনোদন

ঋতাভরীর বাগদান, পাত্র কে

ঋতাভরীর বাগদান, পাত্র কে

বলিউডের নতুন প্রজন্মের আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বাগদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাগদানের ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরী নিজেই। বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে বাগদান সেরেছেন এ অভিনেত্রী।

Advertisement

ঋতাভরীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, অভিনেত্রীর পরনে সরু হাতার সাদা গাউন। খোলা ঢেউ খেলানো চুল ও কানে ছিমছাম ঝোলা দুল। অনামিকায় হিরের আংটি। সঙ্গে হালকা প্রসাধনী। সুমিতের পরনে সাদা শার্ট।

আরও পড়ুন যেখানে বসছে ঋতাভরীর বিয়ের আসর  সারাজীবন ব্যায়াম করতে হবে ঋতাভরীর, যে রোগে ভুগছেন নায়িকা 

একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে ঋতাভরী লিখেছেন, ‘অতপর, আমি হ্যাঁ বলেছি। পরস্পরকে বাকি জীবনটা ভালোবেসে যাওয়া এবং বিরক্ত করে যাওয়ার প্রস্তাবে আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি আর আমার ‘মিস্টার রাইট’-এর বাগদান হয়ে গিয়েছে।’

সুমিতের সঙ্গে ঋতাভরী চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

বাগদানের মাধ্যমে দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনের সত্যতা প্রমাণ করলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন। তারপর বড়দিনে টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তার মনের মানুষের পরিচায় করিয়ে দেন।

      View this post on Instagram

A post shared by Sumit Arora (@sumitaroraa)

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ সিনেমার সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও তিনি লিখেছেন।

      View this post on Instagram

A post shared by Sumit Arora (@sumitaroraa)

Advertisement

জানা গেছে, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’র পরিকল্পনা করেছেন ঋতাভরী। বাঙালি ও পাঞ্জাবি মতে তাদের বিয়ে সব আনুষ্ঠানিকত সম্পন্ন হবে। ঘরোয়া পরিবেশে এ অনুষ্ঠান হবে। কিন্তু প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন ঋতাভরী।

এমএমএফ/জিকেএস