রাজনীতি

যমুনায় আসছি, দেশের মানুষের জন্য আমরাও আছি

যমুনায় আসছি, দেশের মানুষের জন্য আমরাও আছি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা।

Advertisement

বৃহস্পতিবার (৮ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন তিনি। তার এ ঘোষণার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরাও যমুনার সামনে রাতেই এনসিপির কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিবগাতুল্লাহ সিগবা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যমুনায় আসতেছি। দেশের মানুষের জন্য আমরা আছি। ইনশাআল্লাহ।’

এর আগে রাত ১০টার দিকে দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

Advertisement

আরও পড়ুন

আ’লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান শুরু

এর কিছুক্ষণ পর পৌনে ১১টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেওয়া প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয় এনসিপির প্রধান নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলটির নেতাকর্মীরা।

Advertisement

এদিকে, রাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রাত যত বাড়ছে, সেখানে উপস্থিতিও বাড়ছে।

অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা কেপিআই (বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা) এলাকা হওয়ায় আগে থেকেই সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল। এনসিপি নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে।

এএএইচ/ইএ