নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কালুহাজী এলাকার একটি ফাঁকা মাঠে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলীপুল এলাকার মৃত আব্দুস সালাম তালুকদারের ছেলে।
নিহতের ভাই আব্দুর রব জাগো নিউজকে বলেন, আমরা ভাই বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বাসায় কাজ করতে গিয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেনি। শুক্রবার সকাল তার মরদেহের খবর পাই। যেখানে কাজ করেছে আমরা পুলিশের সঙ্গে ওই বাড়ির মালিকের বাসায় যাচ্ছি।
Advertisement
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে নিহত ইলেকট্রিকমিস্ত্রিকে কোনো এক ব্যক্তি কাজের জন্য ফোন করে নিয়ে গেছেন বলে শুনেছি। মরদেহ উদ্ধারে আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত পরে বলা যাবে।
মো. আকাশ/এমএন/জিকেএস